দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। চলতি মাসের অর্ধেক না পেরোতেই ষষ্ঠবারের মতো বাড়ল সোনার দাম। আগামীকাল বুধবার থেকে আবার সোনার দাম ভরিতে আড়াই হাজার টাকার বেশি বাড়ছে। এর ফলে সোনার সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হলো। এবার এক দিনের ব্যবধানে সোনার ভরিপ্রতি দাম বাড়ছে ২ হাজার ৬১৩ টাকা। তাতে আগামীকাল থেকে প্রতি ভরি ভালো মানের তথা ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায় দাঁড়াবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে এ দফায় রুপার দাম বাড়েনি। তবে বর্তমানে এক ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা, যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে সোনার দাম সমন্বয়ের এ ঘোষণা দিয়েছে। নতুন দর আগামীকাল থেকে কার্যকর হবে। দাম বাড়ানোর পেছনে জুয়েলার্স সমিতি বরাবরের...