নকল ও চোরাইপণ্যের প্রসাধনী মার্কেটের হেড অফিস পুরান ঢাকার চকবাজার- মৌলভীবাজার নকল ও চোরাইপণ্যের প্রসাধনী মার্কেটের হেড অফিস যেনো পুরান ঢাকার চকবাজার- মৌলভীবাজার। বিশ্ববিখ্যাত দামি ব্র্যান্ড থেকে শুরু করে দেশীয় সব ধরনের ব্র্যান্ডের পণ্যই পাওয়া যায় এখানে। তবে নকলের ভিড়ে আসল চেনাই দায়। চকবাজার, মৌলভীবাজার ও বেগম বাজারসহ আশপাশের অন্তত ৫০টি মার্কেটে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে নকল ও চোরাইপণ্যের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি মৌলভীবাজার-চকবাজারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এই অভিযানেও চোরাই ও নকল পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের বিষয়টি ধরা পড়ে। কিছু অসাধু চিহ্নিত ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে এসব বাজারে, কিন্তু তারা সব সময়ই অধরা, থাকেন ধরাছোঁয়ার বাইরে। ফলে নকল ও চোরাইপণ্যের ব্যবসা জমজমাট হয়ে উঠছে ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার-মৌলভীবাজারে। এতে করে যারা প্রকৃত সৎ ব্যবসায়ী এবং বৈধপথে আমদানির মাধ্যমে...