সরকারিভাবে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এ রকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বৃদ্ধি হবে, কি হবে না-এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। আমি এটা স্পষ্ট করে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি। উল্লেখ্য, এর আগে, সোমবার দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়...