রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বলেন, “দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির জন্য বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দুপুর ১২টায় শাহবাগ মোড় ব্লকেড কর্মসূচি পালনের জন্য রওনা দেবেন।”আরো পড়ুন:ঢাবি কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬৬ শিক্ষক-শিক্ষার্থীপুলিশের বাধায় হাইকোর্ট মোড়ে শিক্ষদের অবস্থান ঢাবি কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৬৬ শিক্ষক-শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেছিলেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তবে বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই অবস্থান নেন তারা। সেখান থেকে রাতে নতুন কর্মসূচির কথা জানান দেলাওয়ার হোসেন আজিজী। মূল...