মিশরের শারম আল–শেখে সোমবার অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর গাজায় যুদ্ধোত্তর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে ফুটবল অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তার অঙ্গীকার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেদ্য টাইমস অব ইসরাইল। লোহিত সাগরের এই উপকূলীয় শহরে আয়োজিত বৈঠকে অংশ নেন বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা। ‘ফিফার এখানে উপস্থিত থাকা, সহায়তা করা ও এই শান্তি প্রক্রিয়াকে সফল করতে ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ বলেন ইনফান্তিনো, যিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও পুনর্গঠন সংক্রান্ত এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। তিনি জানান, ফিফা গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিধ্বস্ত ফুটবল সুবিধাগুলো পুনর্নির্মাণে সহযোগিতা করবে এবং নতুন মাঠ ও তরুণদের জন্য কর্মসূচি চালু করতে একটি তহবিল গঠন করবে। ‘ফুটবলের ভূমিকা হলো সহায়তা করা, ঐক্য গড়া এবং আশার বার্তা দেওয়া,’ বলেন ইনফান্তিনো। ‘আমরা গাজার সব...