কেপ ভার্দে, পশ্চিম আফ্রিকার একটি দ্বীপদেশ, অবস্থান মধ্য আটলান্টিক মহাসাগরে। কেপ ভার্দে বা কাবো ভার্দে, আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কাবো ভার্দে নামে পরিচিত দেশটি। দশটি আগ্নেয়গিরির দ্বীপ নিয়ে গঠিত। আয়তন ৪,০৩৩ বর্গকিলোমিটার। ২০২৪ সাল পর্যন্ত গণনায় জনসংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৮৭৭ জন। এ তো গেল ভৌগোলিক পরিচিতি। গত একদিনে বিশ্বের আনাচে কানাচেতে পৌঁছে গেছে তাদের আরেক পরিচিতি, যাকে বলা যায় ফুটবল পরিচিতি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে আইসল্যান্ডের পর বিশ্বকাপে খেলার টিকিট অর্জন করেছে কেপ ভার্দে। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৭০এ। বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে কেপ ভার্দে। ‘ডি’ গ্রুপে তারা বাছাইয়ে ১০টি ম্যাচ খেলেছে, ৭টিতে জিতেছে, হেরেছে একটিতে, দুটি করেছে ড্র। সবশেষ পাঁচ ম্যাচের কোনটিতে হারেনি, চারটিতে জিতেছে, ড্র একটিতে। ক্যামেরুনের সাথে জয়ের পর...