সংরক্ষিত তালিকা থেকে প্রতীক পছন্দ করতে আবারও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববারের মধ্যে নির্বাচন পরিচালনা বিধির তফসিলের নির্ধারিত তালিকা থেকে এনসিপি প্রতীক না নিলে ইসি ‘নিজস্ব পদ্ধতিতে’ দলটির জন্য প্রতীক বরাদ্দ করে দেবে। আগামী ১৯ অক্টোবরের মধ্যে না জানালে ইসি ‘স্বীয় পদ্ধতিতে’ দলটিকে প্রতীক বরাদ্দ দেবে: সিনিয়র সচিব মঙ্গলবার,(১৪ অক্টোবর ২০২৫) দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা বলেন। ইসি সচিবের ব্রিফিংয়ের পর এনসিপি নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হন। ফেইসবুকে শাপলার দাবিতে একের পর এক পোস্ট দিতে থাকেন বিভিন্ন পর্যায়ের নেতারা। শাপলা প্রতীক এনসিপিকে বরাদ্দ না দেয়া ইসির ‘মন-মর্জি’র বিষয় কিনা, সেই প্রশ্নও তোলেন অনেকে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।...