নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ জাতীয় লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব আবারও যাচাই করতে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কাজে মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর অভিযোগের পর। জাতীয় লীগের পাশাপাশি জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-শাহজাহান সিরাজ) বিষয়ে অতিরিক্ত তদন্ত চলছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সরেজমিন তদন্ত করে ইসি সচিবালয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। এর আগে, ইসি সচিব আখতার আহমেদ গত ৩০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, এবারের নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টির তথ্য মাঠে যাচাই করা হয়েছে এবং দুটো দল—এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ—নিবন্ধনের সিদ্ধান্ত পেয়েছে। নিবন্ধনের এক সপ্তাহ পর এনসিপি প্রতিনিধি দল...