মায়ামিতে বাংলাদেশ সময় বুধবার ভোরে এক প্রীতি ম্যাচে নামছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল পুয়ের্তো রিকো, তবে এই ম্যাচের লক্ষ্য শুধু জয় নয়—বিশ্বকাপের আগে নতুনদের পরখ করা। তাই মেসি হয়তো খেলবেন, কিন্তু একাদশে থাকছেন না তিনি।চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি আর্জেন্টিনার অক্টোবর উইন্ডোর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছিল লা আলবিসেলেস্তে, যেখানে জিওভানি লো সেলসোর আবেগঘন গোল উৎসর্গ করা হয়েছিল কোচ মিগেল অ্যাঞ্জেল রুসোকে।এবার প্রতিপক্ষ এমন এক দল, যাদের বিপক্ষে আর্জেন্টিনা ইতিহাসে কখনও খেলেনি—পুয়ের্তো রিকো। তাই এই ম্যাচে স্কালোনি চান, দলে ডাকা প্রতিটি ফুটবলার যেন অন্তত কিছু সময় মাঠে নামার সুযোগ পান। আগামী বছরের জুনে শুরু হওয়া বিশ্বকাপের আগে, এটি একপ্রকার “এক্সপেরিমেন্টাল মিশন” বলেই মনে করছেন অনেকে।মূল তারকাদের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ...