হোম ম্যাচে না পারলেও অ্যাওয়ে ম্যাচে ঠিকই হংকং, চায়নাকে রুখে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ কাই তাক স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকরা দশজনের দলে পরিণত হলে চেপে ধরে গোল আদায় করে নেয় লাল সবুজরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট আদায় করে নেন হামজা চৌধুরীরা। হংকংয়ের হয়ে ম্যাট অর গোল করেন। বাংলাদেশের হয়ে সেই গোল শোধ দেন রাকিব হোসাইন। আফসোসে পুড়তেই পারেন হামজা, জামালরা। ঘরের মাঠে ড্র করতে পারলে অন্তত এখন গ্রুপে বেশ ভালোভাবেই টিকে থাকতে পারতেন। এ ড্রয়ে চার ম্যাচে দুই পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে সমান ম্যাচে হংকংয়ের আট। গাণিতিক হিসাবে বাংলাদেশের এখনও আশা বেঁচে রয়েছে! তবে সেজন্য বাকি দুই ম্যাচ জিততে হবে। পাশাপাশি অন্যদের ফলের ওপর দৃষ্টি রাখতে হবে। ১৮ নভেম্বর হোমে...