বিশ্বকাপ খেলা নিশ্চিতের পর কেপ ভার্দের ফুটবলারদের বাঁধভাঙা উচ্ছ্বাস ইতিহাস গড়ে প্রথমবারের মতো ২০২৬ বিশ^কাপ নিশ্চিত করেছে কেপ ভার্দে। ঘরের মাঠ প্রাইয়ার ন্যাশনাল স্টেডিয়ামে এসওয়াতিনিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। আর তাতেই আইসল্যান্ডের পর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশে^র শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাম লেখাল তারা। দলের হয়ে ডাইলন লিভ্রামেন্তো, উইলি সেমেদোর ও স্টোপিরা একটি করে গোল করেন। অপরদিকে আইসল্যান্ডের সঙ্গে ২-২ সমতায় খেলা শেষ করায় বিশ^কাপের অপেক্ষা বাড়ল ফ্রান্সের। দুবারের বিশ^চ্যাম্পিয়নদের তাকিয়ে থাকতে হচ্ছে ইউক্রেন ম্যাচের দিকে। দিনের আরেক ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে জার্মানি। জয়সূচক গোলটি করেছেন নিক ভল্টোমাদ। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ডি গ্রুপের ম্যাচে কেপ ভার্দের ইতিহাস গড়ার দিনে খেলা দেখতে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি জোসে মারিয়া নেভেস। ম্যাচের শুরু থেকে কয়েকবার চেষ্টা করলেও...