কঠোর নিরাপত্তায় বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন। সাড়ে তিন দশক পর এই নির্বাচনে ভোটগ্রহণের জন্য মঙ্গলবার,(১৪ অক্টোবর ২০২৫) কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে চাকসু নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে পুরো ক্যাম্পাস। পুলিশ ও র্যাব সদস্যদের টহল চলছে। মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করে ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানো হয় বলে জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। এর আগে ১৯৭০ সালে চাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ সালে এবং ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসুর নির্বাচন হয়। সরেজমিনে দেখা গেছে, সকালে চাকসু ভবনের সামনে পিকআপ গাড়িতে করে ব্যালট বাক্স আনা...