রাতপারহলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৩টি প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সবার আগে প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেলের ‘দ্রোহ পর্ষদ’ প্রার্থীরা। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ, সাধারণ সম্পাদক (জিএস) পদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফাজ উদ্দিন আহমদ ইমু। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবষের্র শিক্ষার্থী শেখ জুনায়েদ কবির। ছাত্রদলথেকেসহ-সভাপতি পদে নির্বাচন করছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক...