প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে একটু বেশি লড়াই করলো তারা। তবে বেশি আর কিছু হলো না। প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগলো পুরো চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনো রকমে ইনিংসে হার বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচে হার বাঁচাতে পারেনি। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে ২-০তে সিরিজ লাভ করলো শুবমন গিলে দল। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড স্পর্শ করলো ভারত। টেস্ট ইতিহাসে কোন দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক এখন যৌথভাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। সফরকারীদের ছুঁড়ে দেয়া ১২১ রানের টার্গেটে দিন শেষে...