ফিফার অর্থায়নে এবং ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের অধীনে বাফুফে ভবন সংলগ্ন ও কমলাপুর স্টেডিয়ামে দু’টি কৃত্রিম টার্ফ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পরে বাফুফে ভবনের টার্ফ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উদ্বোধন ঘোষণা করেন। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকা পাবে বাফুফে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে এই বরাদ্দ ফেরত যাবে বলে শর্তে উল্লেখ আছে। অবশ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা কমলাপুরে টার্ফ উদ্বোধন শেষে আশ্বস্ত করেন, ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই। বছর তিনেক আগে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ার উদ্যোগ নেয় বাফুফে। প্রথমে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় জায়গা পাওয়া যায়। পরে...