নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি— জনতা ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড‘জেড’ ক্যাটাগরি তালিকা থেকে ‘এ’ ক্যাটাগরি তালিকায় অবস্থান নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) সকালে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স প্রথমে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয় এবং ওইদিন থেকেই নতুন ক্যাটাগরিতে শেয়ার লেনদেন শুরু করে। একইদিন বিকেলে জনতা ইন্স্যুরেন্স-এর ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণা দেয় ডিএসই। কোম্পানিটির শেয়ার আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সফলভাবে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করেছে কোম্পানিটি। এই ডিভিডেন্ড বিতরণের আইনগত বাধ্যবাধকতা পূরণের ফলেই পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গিয়েছিল। একইদিন বিকেলে ডিএসই জনতা...