টোকিওতে ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়ে উল্লাস জাপানের ফুটবলারদের মাত্র দুয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। জাপানের বিপক্ষেও দুর্দান্ত সূচনা করেছিল তারা, প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলে। কিন্তু টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইতিহাস গড়েছে জাপান। দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এটাই ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয়। ব্রাজিলের হয়ে গোল করেন পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বিরতির পর তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদার গোলে জয় নিশ্চিত করে জাপান। এর আগে ১৩ বার সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ১১ বারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠে ছেড়েছিল জাপান। বাকি ম্যাচ দুটি ড্র হয়েছে। ১৪ বারের দেখায় জয়ের অপেক্ষা ফুরাল তাদের। একাদশে ভিনিসিয়াস, ব্রুনো গিমারেইস ও ক্যাসেমিরো ছাড়া ছিল বেশ কিছু নতুন...