১৪ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম সম্প্রতি একাধিক বিদেশী সংবাদমাধ্যম জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র তার কৌশলগত রিজার্ভের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সুরক্ষিত করার প্রচেষ্টা ত্বরান্বিত করছে। ফাইন্যান্সিয়াল টাইমস গত ১২ অক্টোবর জানায়, মার্কিন প্রতিরক্ষা বিভাগ তার বিশ্বব্যাপী মজুদ উদ্যোগের অংশ হিসাবে, ১০০ কোটি ডলার পর্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ কিনতে চাইছে। প্রতিরক্ষা বিভাগের একটি অংশ, ডিফেন্স লজিস্টিকস এজেন্সি বা ডিএলএ’র সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত পাবলিক নথিতে জাতীয় মজুদের সম্প্রসারণ ত্বরান্বিত করার জন্য মার্কিন সরকারের পরিকল্পনা প্রকাশ করা করেছে। একজন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন, ১০০ কোটি ডলারের পরিকল্পনা পূর্ববর্তী মজুদ প্রচেষ্টার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ডিএলএ বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে গুদামে কয়েক ডজন সংকর ধাতু, ধাতু, বিরল খনিজ উপাদান, আকরিক এবং মূল্যবান ধাতু মজুত রেখেছে, যার...