চট্টগ্রাম:নগরের চান্দগাঁও থানায ছাপানো হচ্ছিল বিদেশি মুদ্রা- ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)।এ সময় উদ্ধার করা হয় প্রায় ২০ কোটি টাকার সমমূল্যের জাল মুদ্রা। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে বহদ্দারহাটের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।সেখানে বিপুল পরিমাণ ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। এগুলোর পরিমাণ...