ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসটা রঙিন, প্রতিযোগিতায় সমৃদ্ধ; কিন্তু গত কয়েক বছরে তেমনটা দেখা যায়নি। বিশ্বকাপ বাঁচানো, কনমেবোল কোয়ালিফায়ার জটিলতা, কোচ পরিবর্তন এসবের ছায়ায় আধিপত্য হারিয়েছিল সেলেসাওরা। তবে মে ২০২৫-এ সবকিছু বদলে যেতে শুরু করে, যখন তারা দায়িত্ব দেয় ফুটবল বিশে^র খ্যাতিমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। অনেকের কাছে এটি ছিল অবাক করা সিদ্ধান্ত। ব্রাজিলের ফুটবল ইতিহাসে ৬০ বছরে বিদেশি কোচ এবারই প্রথম। তবে সিদ্ধান্তটা উঠে আসে আশার আলো হয়ে, যে আলো যা বলছিল ‘নতুন অধ্যায়ের সূচনা।’২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় তিতে সরে দাঁড়ানোর পর থেকে, আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন দক্ষিণ আমেরিকার দলটিকে। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ ব্যবধানে হারার পর পুরানো সেই গুঞ্জন আবারও ডালপালা মেলতে শুরু করে।...