সম্প্রতি অভিনয়ের চেয়ে সোশ্যাল হ্যান্ডেলে তাসনিয়া ফারিণের ঘোরাঘুরির ছবি বেশি ঘুরপাক খাচ্ছে। চট করে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে সে যেন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন। এর মধ্যে ওটিটি মুগ্ধতা পেরিয়ে দুটি ভিন্ন সিনেমাও উপহার দিয়েছেন অভিনেত্রী। একটি এই বাংলার ‘ইনসাফ’, অন্যটি ওই বাংলার ‘আরও এক পৃথিবী’। হিট না হলেও সমালোচক সমীহ পেয়েছেন ফারিণ। মাঝে ‘ফাতিমা’ সিনেমার জন্য পেয়েছেন বিদেশ থেকে পুরস্কারও। এর মধ্যে তাহসানের সঙ্গে গান গেয়েও সুপারহিট। তবু কোথাও যেন ঘোট পাকাচ্ছিলেন তাসনিয়া ফারিণ। যেটি এবার স্পষ্ট হতে চলেছে। জানা গেছে, নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে শুরু করতে ফিরছেন প্রযোজক পরিচয়ে। গড়ছেন প্রযোজনা প্রতিষ্ঠান। ফেসবুক বিবৃতিতে এমনটাই জানান ফারিণ। সঙ্গে নেটাগরিকদের কাছে জানতে চান, তার প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। মন্তব্যে নামের ঝড় বয়ে যাচ্ছে এখনো। এই সূত্রে ফারিণ গণমাধ্যমে বলেন, আমি...