এএফসি এশিয়ান কাপের ভারতের হতাশাজনক পরাজয়ে একসঙ্গে নিভে গেল বাংলাদেশেরও আশা। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ২–১ গোলে হেরে এশিয়ান কাপের মূল পর্বে খেলার দৌড় থেকে ছিটকে গেছে ভারত, আর সেই ফলেই শেষ হয়ে গেল বাংলাদেশের সম্ভাবনাও।গ্রুপ ‘সি’-এর সমীকরণ এখন পুরোপুরি স্পষ্ট— দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ আর ভারতের কেউই শীর্ষে ওঠার সম্ভাবনা রাখে না। কারণ ৪ ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর। এই দুই দলের পরস্পরের বিপক্ষে ম্যাচ আছে, যেখানে যেই জিতুক বা ম্যাচ ড্র হোক, অন্তত ৯ পয়েন্টে পৌঁছে যাবে কোনো এক দল বা দুই দলই, যা বাংলাদেশের নাগালের বাইরে।বাংলাদেশের সামনে বাকি দুটি ম্যাচ সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে। কিন্তু সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করলেও সেটি যথেষ্ট হবে না, কারণ গ্রুপের কেবল শীর্ষ দলই খেলবে এশিয়ান...