নতুন নাটক অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও দর্শকপ্রিয় অভিনেতা, মডেল ইমতু রাতিশ। ‘মধ্যবর্তিনী’ নামের নাটকটি লিখেছেন মুরাদ পারভেজ এবং পরিচালনা করেছেন জিনাত তামান্না। এরইমধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশন রশিদপুর চা-বাগানের নাটকটির দৃশ্য ধারণ শেষে মঙ্গলবার সকালের ট্রেনে শিল্পীরা ঢাকায় ফিরেছেন। নাটকটিতে ইমতু অভিনয় করেছেন চা বাগানের ম্যানেজারের চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপাকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মধ্যবর্তিনী’ নাটকটি আমাদের জীবনেরই গল্প। নাটকটি নির্মাণে জিনাত তামান্না সিরিয়াস এবং সচেতন ছিলেন। যে কারণে কাজটা খুব ভালো হয়েছে। ইমতু আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছে। আমি ‘মধ্যবর্তিনী’ নিয়ে ভীষণ আশাবাদী।ইমতু রাতিশ বলেন, স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়েই স্বামী স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্ব। ভীষণ সুন্দর একটা গল্প। সহজ কথায় যদি বলি এই নাটকে অভিনয় করে আমার মনটা ভরে...