মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। ‘জেন জি’ নামে পরিচিত তরুণ বিক্ষোভকারীদের কয়েক সপ্তাহের আন্দোলনের পর একটি অভিজাত সেনা ইউনিট তাঁর বিরুদ্ধে চলে যায় ও ক্ষমতা দখলের চেষ্টা করে। এই উত্তেজনার মধ্যেই সংসদ রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে। খবর আলজাজিরার। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে যখন সংসদ অভিশংসনের পক্ষে ভোট দিচ্ছিল, তখনই রাজোয়েলিনা সোশ্যাল মিডিয়ায় একটি ডিক্রি পোস্ট করে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। কিন্তু বিরোধীরা তাঁর সেই ডিক্রি প্রত্যাখ্যান করে। রাজোয়েলিনা এক্স-এ বলেন, এই সিদ্ধান্ত আমাদের জাতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয়।’ দেশটিতে এখন কোনো স্পষ্ট নেতা নেই। ক্ষমতায় কে আসছেন, তা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। বিরোধী দলগুলো দাবি করেছে, প্রেসিডেন্ট রাজোয়েলিনা তাঁর পদ ‘ছেড়ে...