স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ। তিনি বলেছেন, গাজায় সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না। গণহত্যার জন্য তিনি ইসরাইলের শাস্তি দাবি করেন। রেডিও স্টেশন কাদেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শান্তি মানে বিস্মৃতি নয়, শান্তি মানে দায়মুক্তিও নয়।’ তিনি আরও যোগ করেন, ‘গাজায় সংঘটিত গণহত্যার মূল দায়ীরা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়, এটা নিশ্চিত করতে হবে। কারও জন্যই দায়মুক্তি থাকতে পারে না।’ সাংবাদিকরা যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন, তখন সানচেজ এ কথা বলেন। ইসরাইল অবশ্য শুরু থেকেই গাজায় গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে। আরও পড়ুনআরও পড়ুনইসরাইল ইস্যুতে ইইউ’কে একহাত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে...