দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এই ফুটবলার দেশের ফুটবলে পা রাখার পর থেকেই শুরু হয়েছে নবজাগরণ।তারা ধরে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ফুটবল ভক্তরা। আজ এএফসি বাছাই পর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস সিটির স্টেডিয়ামে ম্যাচ জুড়ে ছিল দারুণ আবহ। ম্যাচ শেষে স্টেডিয়াম এবং দর্শকদের প্রশংসা করেছেন হামজা চৌধুরী। হংকংয়ের মাঠে খেলাটা দারুণ অভিজ্ঞতা বলে জানিয়েছেন হামজা। ম্যাচ শেষে তিনি বলেন, 'দারুণ, একেবারে উঁচুমানের অভিজ্ঞতা। ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। ' 'এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ...