ম্যাচ শেষ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মাঠেই দিতে হলো হামজা চৌধুরীর। প্রথম প্রশ্ন হংকং চায়নার কাই তাক স্টেডিয়াম নিয়ে। মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের প্রশ্ন হলো ম্যাচের ফল নিয়ে। তখন হতাশা ফুটে উঠল হামজার কণ্ঠে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে হংকংকে ১-১ ড্রয়ে রুখে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে ম্যাট অরের পেনাল্টি গোলে পিছিয়ে পড়া দলকে শেষ দিকে সমতার স্বস্তি এনে দেন রাকিব হোসেন। প্রতিপক্ষের মাঠে ড্রয়ের স্বস্তি থাকলেও বাছাইয়ে চার ম্যাচে এখনও জিততে না পারার হতাশা আড়াল করেননি হামজা। এর মধ্যে গ্যালারিতে আসা দুই দলের সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। “এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায় (দর্শকের ঠাসা গ্যালারি)। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ জানাই...