হংকং চায়নার মাঠে ‘দেয়াল ভাঙার’ পণ ছিল। পিছিয়ে পড়ার পর শেষ দিকের গোলে সমতা ফিরে আশাও জেগেছিল কিছুটা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে এখনও তাই জয়হীন হাভিয়ের কাবরেরার দল। হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ড্রয়ের পর বাংলাদেশ কোচের কণ্ঠে সেই পুরোনো আক্ষেপের সুরই আবার বাজল- ‘আজ জয় প্রাপ্য ছিল আমাদের।’ কাই তাক স্টেডিয়ামে মঙ্গলবার হংকংকে ১-১ ড্রয়ে রুখে দেয় বাংলাদেশ। এ নিয়ে বাছাইয়ে দ্বিতীয়বার পয়েন্ট পাওয়ার স্বস্তিটুকু সঙ্গী হলেও চার ম্যাচে জয় এখনও অধরা কাবরেরার দলের। ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে বর্তমানে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। ২ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ চলছে; এই দুই দলের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি। বাছাই পেরুনোর আশা কার্যত শেষ হয়ে যাওয়াটা তাই মেনে নিতে পারছেন...