বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলতে এ মাসেই বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহী ও বগুড়াতে সিরিজ আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর থেকে ফেরার পর বিশ্রামে ছিল যুবা ক্রিকেটাররা। সামনে টানা খেলার সূচি থাকায় তাদেরকে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি খেলার পরিবর্তে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পর এশিয়া কাপ খেলবে দল। এরপর আছে বিশ্বকাপ। টানা খেলার কথা চিন্তা করেই জাতীয় ক্রিকেট লিগ থেকে তাদের সরিয়ে রাখা হয়েছিল। তবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলেছে তাদের ক্যাম্প।আরো পড়ুন:বৃষ্টিতে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগিহোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৯৪ রান ২৫ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তানের যুবারা। প্রথম দুইটি ম্যাচ হবে বগুড়াতে। ঢাকায় নেমে সরাসরি বগুড়া চলে যাবেন অতিথিরা। ২৮ ও ৩১ অক্টোবর দুটি...