পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত নতুন রুলসটিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করবে। পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক, ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে বলে মনে করে কমিশন।আরো পড়ুন:‘আইএফআইসি শ্রীপুর বন্ডের’ তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম তদন্তে বিএসইসিকারণ ছাড়াই বাড়ছে ওয়েব কোটসের শেয়ারদর ‘আইএফআইসি শ্রীপুর বন্ডের’ তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম তদন্তে বিএসইসি মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৭৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজকের...