আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শার্মা ও ভিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘ দিন পর জাতীয় দলের হয়ে খেলার দুয়ারে থাকা অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কি ভারতের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় আছেন কিংবা অস্ট্রেলিয়া সফর দিয়ে কি নির্ধারণ হবে তাদের ভবিষ্যৎ? এসব এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টেস্ট ৭ উইকেটে জিতে নেয় ভারত। দুই ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা নিয়ে খুব বেশি আলোচনা নেই। রোহিত ও কোহলিকে নিয়ে কী ভাবছে টিম ম্যানেজমেন্ট, সেটা নিয়েই সবার আগ্রহ বেশি। দিল্লি টেস্ট শেষে সংবাদ সম্মেলনেও ভারত কোচ গৌতাম গাম্ভিরের কাছে জানতে চাওয়া হয়, রোহিত ও কোহলিকে নিয়ে তাদের পরিকল্পনা। সরাসরি কিছু না বলে ঘুরিয়ে উত্তর দেন সাবেক ভারতীয় ওপেনার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে জাতীয় দলকে...