গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহত সবাইকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত হেলপারের পরিচয় এখনও জানা যায়নি। আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা,...