শেরপুরের শ্রীবরদীতে রাস্তা ফিরে পেল দেড় শতাধিক পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের দৃঢ়তায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের দেড়শতাধিক পরিবার চলাচলের রাস্তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ১৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে রাস্তাটি উদ্ধার করা হয়। ইউএনও’র সাহসী পদক্ষেপে দীর্ঘদিনের অবরুদ্ধ রাস্তাটি উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খামারপাড়া গ্রামের কয়েকজন প্রভাবশালী তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা হঠাৎ অবরুদ্ধ করে। এতে করে খামারপাড়া গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বাজারে যাতায়াতের জন্য এলাকাবাসীরা বিপাকে পড়ে। এ নিয়ে গ্রাম্য শালিস হলেও প্রভাবশালীরা তা মেনে রাস্তা অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে এলাকাবাসী ওই রাস্তার দাবিতে মাববন্ধন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোরব...