জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি আগামীর সংসদে নির্ণয়কের ভূমিকা পালন করবে। আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ। সংস্কার এবং বিচার- এই কার্যক্রমের যে ধারাবাহিকতা, নির্বাচনের পরেও বরাবরের মত সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে এনসিপি।তিনি বলেন, তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষা-স্বাস্থ্যসহ দুর্নীতির বিরুদ্ধে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন এবং দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসাবে আবির্ভূত হবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে দলটির জেলা শাখার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।এনসিপির এই নেতা বলেন, আমরা মনে করি আমাদের সাংগঠনিক শক্তিমত্তা আগামীর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি এবং...