গাইবান্ধার গোবিন্দগঞ্জে মায়ামণি মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে ১৪ কেজি গাঁজা, একটি ওয়াকিটকিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আজ বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা এবং একটি ওয়াকিটকি সেটসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ব্যাগও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. সুমন রহমান...