মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যযন্ত দেওয়া প্রসিকিউশনের যুক্তিতর্কে শেখ হাসিনার ‘কমান্ড রেসনসিবিলিটি’ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এ মামলায় মঙ্গলবার তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। বুধবারও এ শুনানি চলবে। গত রোববার পটভূমি দিয়ে প্রসিকিউশন যুক্তিতর্ক শুরু করে। এ মামলায় আনা পাঁচ অভিযোগের মধ্যে তিন দিনে দুটির ওপর যুক্ততর্ক তুলে ধরেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধ প্রমাণের জন্য প্রসিকিউশন ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ (ব্যাপক আক্রমণ) এবং ‘সিস্টেম্যাটিক অ্যাটাক’ (পদ্ধতিগত আক্রমণ) প্রমাণ করায় জোর দিয়েছে। তিন দিনের যুক্তিতর্কে শেখ হাসিনার বিরুদ্ধে এ দুটি বিষয় ‘প্রমাণিত হয়েছে’ বলে ট্রাইব্যুনালে যুক্তির্ক উপস্থাপনকালে দাবি করেন তাজুল। ‘রোম স্ট্যাটিউট অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট’-এর ৭ অনুচ্ছেদে মানবতাবিরোধী...