বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সরাসরি ভোটে বিএনপি থেকে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। এর মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের যে অবস্থান, তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই এগিয়েছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নারী জাগরণ ঘটবে। তিনি বলেন, জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলায় অভিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের রাজনৈতিক...