মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বাহিনীর এক কর্নেল জানিয়েছেন, তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের সময় প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর মাদাগাস্কারের সেনাবাহিনী ভারত মহাসাগরীয় দ্বীপের দায়িত্ব গ্রহণ করেছে। সরকারবিরোধী জেন জি বিক্ষোভকারীদের সাথে যোগদানকারী সেনা সদস্য র্যান্ড্রিয়ানিরিনা জাতীয় রেডিওতে বলেছেন, “আমরা ক্ষমতা গ্রহণ করেছি।...সেনাবাহিনী সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ ছাড়া সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে।” গত ১৫ দিন ধরে মাদাগাস্কারে তরুণরা বিক্ষোভ করছে। তারা আন্দ্রে রাজোয়েলিনাকে পদত্যাগের...