জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একদলকে একটি মার্কা থেকে বঞ্চিত করতে পারে ওই কমিশন কখনই স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা এনসিপি সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে, শাপলা দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো সমস্যা থাকা না থাকা এগুলো তাদের কাছে কোনো বিষয় না। শাপলা দেবে কী দেবে না, এটা তাদের মন মর্জির ওপর নির্ভর করে। অভ্যুত্থান পরবর্তী...