স্বৈরাচারের দোসরদের দেশে নৈরাজ্য সৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস বিলম্বে হলেও দৃঢ়তার সঙ্গে অপশক্তি স্বৈরাচারের দোসরদের দেশে নৈরাজ্য সৃষ্টির যে কোনো চেষ্টা সহ্য না করার যে হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তাঁকে মোবারকবাদ জানাই। এতদিনে তিনি কা-ারী, রাহবারের মতো জনগণের মনের কথাটি প্রকাশ করেছেন। তিনি দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে ন্যস্ত বাহিনী প্রধানগণের সঙ্গে এক জরুরি সভায় গত ৩ ফেব্রুয়ারি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং এজন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়ে বলেছেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। যাতে তারা উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতে পারে। বাহিনীগুলোর নিয়ন্ত্রণ এবং ভূমিকার মধ্যে নিবিড় সমন্বয় সাধন করতে হবে। নিরাপত্তা বাহিনী প্রধানগণকে স্বৈরাচারের যে কোনো অপতৎপরতা বিরুদ্ধে যুদ্ধকালীন পরিস্থিতির মতো তিনি সতর্ক...