বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করতে ক্রমাগত শুল্ক আরোপ করে এবার নিজেই চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যখন অতিরিক্ত শুল্কনীতির কারণে দূরত্বে গিয়ে ঠেকেছে, তখন বিপাকে পড়েছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে অবশেষে সুর নরম করতে বাধ্য হয়েছেন তিনি। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, “আমেরিকা চীনের ক্ষতি নয়, বরং সাহায্য করতে চায়।” তার এই মন্তব্যকে বিশ্লেষকরা দেখছেন কৌশলগত দৃষ্টিতে, যা হয়তো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থসিদ্ধির অংশ। শুক্রবার চীনের বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপের জবাবে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ১ নভেম্বর থেকে চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। কিন্তু সপ্তাহ না যেতেই নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন “সম্মানিত প্রেসিডেন্ট সি জিনপিং নিশ্চয়ই চান না যে তার...