ঢাকা:রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাঁচতলা একটি ভবন। আগুনে পুড়ে গেছে একাধিক পোশাক কারখানা ও একটি প্রিন্টিং ফ্যাক্টরি।এ আগুনে অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ভবনের তিন ও চার তলায় অবস্থিত ছিল ‘আর এন ফ্যাশন’ নামে একটি গার্মেন্টস। সেখানেই কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন নাজমুল ইসলাম। এক বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল আগুন লাগার সময় ভবনের চারতলায় ছিলেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ভয়াবহ সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি চারতলায় কাজ করছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পাই। জানালা খুলে দেখি সামনের কেমিকেল আর ওয়াস ফ্যাক্টরির মাঝখান দিয়ে আগুন বের হচ্ছে। আগুন আমাদের দিকেই ছুটে আসছে। নিচে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। চারতলায় আমরা আটকে পড়েছিলাম। পরে...