জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূতাবাসের অনুরোধে সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসে সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষায়িত দল সোয়াট মোতায়েন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'নিরাপত্তা হুমকি সম্পর্কে আমাদের বিস্তারিত জানানো হয়নি।' দূতাবাসের অনুরোধে সোয়াট দল এখনো সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে দূতাবাস ও তার আশপাশের এলাকায় সোয়াট মোতায়েন করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, সম্ভাব্য হামলাকারী...