‘জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেসকার সালাহ উদ্দিন জানান, পলাতক আসামিদের গ্রেফতার করা গেলো কিনা, এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে আসামিদের গ্রেফতার করা যায়নি বলে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি। এদিন সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৪ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন— মো. ইব্রাহীম...