প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিরপুরে আগুনের ঘটনায় যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। উনি বলেছেন যে, তাদের পরিবারের পাশে আমরা আছি। একইসঙ্গে তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে— এই ঘটনা তদন্ত করতে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, ‘‘সত্যিকার অর্থে কেমিক্যাল কারখানার বিস্ফোরণ বাংলাদেশে এর আগেও হয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে, অনেকেই অবৈধভাবে এসব কারখানা তৈরি করেন। সেক্ষেত্রে এই ঘটনায় তদন্ত করে দেখা...