হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার ম্যাচে নির্বিষ বোলিংয়ে শুরু করে বাংলাদেশ। বোলারদের সাদামাটা বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তান বড় রানের পুঁজিই দাঁড় করিয়েছে। মাঝে বাংলাদেশ একটু নিয়ন্ত্রিত বোলিং করেছে। কিন্তু, শেষদিকে মোহাম্মদ নবীর ঝড়ে সেসব ম্লান হয়ে গেছে। তিনশর কাছে গিয়েই থেমেছে আফগানরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। ম্যাচের প্রথম ৩০ ওভারে আফগানিস্তানের ব্যাটারদের কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি নাহিদ-হাসানরা। বিপরীতে তাদের শাসন করে ছুটেছেন ইব্রাহীদ জাদরান-রহমানুল্লাহ গুরবাজরা। প্রথম ৩০ ওভারে বাংলাদেশের সাফল্য ছিল কেবল একটি উইকেট। ১৬ ওভারে গুরবাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন স্পিনার তানভীর ইসলাম। ফেরার আগে গুরবাজ খেলেন ৪৪ বলে ৪২ রানের ইনিংস। একটা সময় মনে হচ্ছিল সিরিজে প্রথমবার ৩০০ রান...