হংকংয়ের বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকলেও পরে সমতা আসে রাকিবের গোলে। তাতে করে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মাঠে আর হার দেখতে হয়নি বাংলাদেশকে। তবে সমতাসূচক গোলের নায়ক রাকিব হোসেনের আফসোস রয়ে আছে। ১০ জনের হংকংকে শেষ দিকে বাংলাদেশ চেপে ধরেছিল। ফাহামিদুল নিজেই সুবর্ণ সুযোগ নষ্ট করেন। পরবর্তীতে যদিও এক পয়েন্ট নিশ্চিত হয়। রাকিব তাই ম্যাচ শেষে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গোল করতে পেরেছি। শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করছি। এটা কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা প্লেয়ার অনেক পরিশ্রম করেছে, যার কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। আজকের ম্যাচটা জিততে পারতাম। কিন্তু অনেক সুযোগ নষ্ট করেছি। ড্র হয়েছে আলহামদুলিল্লাহ।’ হংকংয়ের মাঠ দেখে অভিভূত রাকিব, ‘এখানকার ফ্যাসিলিটি, স্টেডিয়াম সবকিছুই আলাদা আমাদের দেশ থেকে। এমন একটা মাঠ আমাদের প্রাপ্য।...