তিন ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটে নেমে দারুণ শুরু পেয়েছিল তারা। টাইগার বোলাররা প্রত্যাবর্তন করলেও মোহাম্মদ নবির ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আফগানস্তিান। হোয়াইটওয়াশ এড়াতে মেহেদী হাসান মিরাজদের লাগবে ২৯৪ রান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৯৩ রানের সংগ্রহ গড়েছে তারা। আফগানদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনীতে ৯৯ রান তোলেন দুজনে। ৪৪ বলে ৪২ রান করে গুরবাজ ফিরলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অটলকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন জাদরান। ৩১.৩ ওভারে ১৭৩ রানে অটল ফিরে যান। ৪৭ বলে ২৯ রান করেন। এরপর ধস নামে আফগান ইনিংসে। ১৭৭ রানে হাশমতউল্লাহ শাহিদী ফেরেন...