আগের মত এবার আর বরিশাল এবার খেলবে না। বরিশাল না খেললে তামিম ইকবালের বিপিএল খেলা অনিশ্চিত। বিপিএলে প্রথমবারের মত নোয়াখালী দল হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি এবার রাজশাহীতে খেলা হচ্ছে। রাজশাহীর ভেন্যু নিশ্চিত। এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব; কিন্তু ওপরের এই তিনটি খবর প্রায় প্রতিদিনই চোখে পড়ছে। সত্যিই তাই? অবশেষে জানা গেল, আসল খবর। আজ মঙ্গলবার রাতেও মিটিং ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। সেই সভা শেষের খবর, বিপিএলে এবার কয়টি দল খেলবে? কোন কোন দল অংশ নেবে? তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অনেক ভেবে-চিন্তে আয়োজক মহল ঠিক করেছে, ৫টি দল হলে আয়োজন ও খেলা চালানো সহজ হবে। মানে আয়োজন ও ব্যবস্থাপনার সুবিধার্থে এবার দল কমিয়ে আনার চিন্তা। আর প্রতিযোগী দল এখনো ঠিক হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আগ্রহী...