বিতর্কিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হিরো আলম আবারও চরম মানসিক চাপে আছেন। স্ত্রী রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদি তাই হয় তবে কী করবেন হিরো আলম? এর আগে স্ত্রী রিয়া মনি চলে গেলে দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এবার কোনো কিছু করবো না। ওকে আর আটকাবো না। আমি স্বাভাবিক আছি। অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, আর আশা নেই। কারণ চেষ্টার পরও যদি না করতে পারি তাহলে কি আর করা! মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, ট্রল করে। কিন্তু কেউ জানে না আমার ভেতরে কী কষ্ট। তবে আমি আর নিজেকে নিয়ে ভাবতে চাই না। চেষ্টা করবো সন্তানদের কথা ভাবতে। তাদের মানুষ করতে চাই।’ একসঙ্গে কাজ করতে...